Tuesday, September 26, 2023
Homeবাংলাদেশপ্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা আর নেই

প্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা আর নেই

প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর।

রবিবার রাত ৮টার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

‘তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা।

গীতিকার হিসেবেই কে জি মোস্তফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। তিনি জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য।

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে তার হাতেখড়ি দৈনিক ইত্তেহাদে। এরপর বেশ কিছু সংবাদপত্রে কাজ করেছেন তিনি।

১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মোস্তফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। তার গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments