Sunday, October 6, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনমেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা

মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরলেন তিনি।

আজ রোববার থেকে কাজ শুরু করেছেন ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে। বিষয়টি তিশা নিজে নিশ্চিত করেছেন।

নুসরাত ইমরোজ তিশা তার সামাজিক মাধ্যম ফেসবুকে পেজে লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান তার নাম ইলহাম নুসরাত ফারুকী।

এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

‘মুজিব’ সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments