পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিগঞ্জের গজারিয়া ছেংগার চরের ষাটনল এলাকায় মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নৌ ডাকাত কবির খালাসি, জমি খালাসিসহ চক্রের সহযোগীরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বাদি হয়ে মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে হত্যাকান্ডের ৪ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহতের স্বজনরা জানান, গত ৪ মে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজী ঈদ পুর্নমিলনীর অনুষ্ঠানে যোগ দিতে নিজ গ্রামে যান। রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে অভিযুক্তরা উজ্জ্বল মিয়াজিকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে।পরে খরব পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জানা যায়, একটি চক্র ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজীকে ডাকাত সরদার বানিয়ে দেয়ার চেষ্টা করছে।
নিহতের বড় ভাই গোলাম কিবরীয়া মিয়াজি অভিযোগ করেন, কবির খালাসী চক্র এলাকার নৌ ডাকাত হিসেবে পরিচিত। তারা খুন খারাবি, দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। এই চক্রের কতিয় সদস্য আমার ভাইকে ডাকাত বলে অপপ্রচার করছে। অথচ আমার ভাই ঢাকার যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসা করে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের পাশাপাশি অপপ্রচারকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এদিকে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল। তিনি বলেন, ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা দলও কাজ করছে।