Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ অক্টোবর ২০২২

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ অক্টোবর ২০২২

সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-

এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ১১০ বিলিয়ন অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে।

রাশিয়ায় ফের যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেখানের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

ঘূর্ণিঝড় ‘রোজলিনের’ আঘাত, বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘রোজলিন’ আঘাত হেনেছে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে। এতে দেশটির বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হতে। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, এ সময় বাতাসের গিতি বেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি যুবরাজ আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। মূলত চিকিৎসকের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments