Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনঅনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা যাবে না:...

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি ও ভয়েস তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এই বর্ষীয়ান অভিনেতার আবেদন আমলে নিয়ে দিল্লির হাইকোর্ট শুক্রবার এ বিষয়ে রুল জারি করে।

হাইকোর্টের আদেশ অনুসারে অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তার ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে আদেশ দেওয়া হয়েছে। অমিতাভের ‘পার্সোনালিটি রাইটস’ কে রক্ষা করতেই এই পদক্ষেপ।

দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা জানায়, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তার নাম, ছবি বা কন্ঠস্বর বেআইনিভাবে ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে অমিতাভ আইনের দ্বারস্থ হয়েছেন।

সূত্র: এনডিটিভি

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments