Tuesday, March 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাজন্মদিনে ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব

জন্মদিনে ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব

বিশ্বজুড়ে দিনদিন ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ায় এবার দেশের ক্রিকেটারের পোস্টারবয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন করা হয় এই ফাউন্ডেশনের।

অনুষ্ঠানে সাকিব বলেন, মাহে রমজানের প্রথম দিন, আবার জুমার দিন, আজ আমার জন্মদিন। আরও একটি কারণে আজকের দিনটি আমার কাছে বিশেষ, সেটি হলো- ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ চালু হলো আজ থেকে।

টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কের দাবি, ক্যানসার অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা আপনারা জানেন। তাই এটি এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি অনুরোধ করব, আপনারা সবাই পাশে থাকবেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম এবং সারোয়ার ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারীতে নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে আর্তমানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments