Tuesday, September 26, 2023
Homeজাতীয়সংসদের ২৪তম অধিবেশন শেষ, আট দিনে ১৮ বিল পাস

সংসদের ২৪তম অধিবেশন শেষ, আট দিনে ১৮ বিল পাস

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডিপুটি স্পিকার শামসুল হক টুকু।

গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে ৯ কার্যদিবসে সরকারি-বেসরকারি ২৯টি বিল আসে। এবার আট দিনে ১৮টি বিল পাস হয়েছে। এরমধ্যে গত ৪ সেপ্টেম্বর দুটি, ৫ সেপ্টেম্বর দুটি, ৯ সেপ্টেম্বর দুটি, ১০ সেপ্টেম্বর দুটি, ১১ সেপ্টেম্বর দুটি, ১২ সেপ্টেম্বর তিনটি, ১৩ সেপ্টেম্বর তিনটি এবং ১৪ সেপ্টেম্বর দুটি বিল পাস হয়।

এরমধ্যে গতকাল বুধবার পাস হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল, সাইবার নিরাপত্তা বিল ও ‘সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩’। এ অধিবেশনে ১৭টি বিল পরীক্ষার জন্য কমিটিতে পাঠানো হয়েছে। পাঁচটি বিল পাসের অপেক্ষায় রয়েছে যা আগামী অধিবেশনে পাস হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments