এশিয়া কাপে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটি এবং শেষ দিকে টেলএন্ডারদের ব্যাটের ওপর ভর করে ভারতের বিপক্ষে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি শুভমান গিল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ৬ রানের জয় দিয়েই এশিয়া কাপের মিশন শেষ করলো সাকিব আল হাসানের দল।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ।
৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করেছে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে। এর আগে বাংলাদেশকে টপকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নস্বরে অবস্থান করা শ্রীলঙ্কা নেমে গেছে র্যাঙ্কিংয়ের আট নম্বরে।