Sunday, November 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ধর্মপাশায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এম এম এ রেজা পাল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দিন।

এতে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদার, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, মুক্তি যুদ্ধা মোঃ কালা মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব আবু তাহের প্রমুখ।

আজ ধর্মপাশা উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্ভোদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

চেয়ারম্যানদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী মোহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ধর্মপাশা উপজেলা ৪০ দিনের কর্মসূচি নাই, এলজিএসপি নাই, এই দুই প্রকল্প দারা ইউনিয়ন পরিষদের উন্নয়ন হয়, এই দুটি প্রকল্প ধর্মপাশা নাই, জরুরি ভিত্তিতে এই দুটি প্রকল্প ধর্মপাশা উপজেলায় বরাদ্দ দেওয়া জন্য স্থানীয় সরকার দিবসে চেয়ারম্যানদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments