দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে ২০ হীরার খনি কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির লিম্পোপো প্রদেশে ঘটে এ দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, বাসটি দেশটির অন্যতম বৃহত্তম হীরার খনি, ভেনেটিয়া থেকে কর্মীদের নিয়ে যাচ্ছিল। পথে একটি লরির সাথে হয় সংঘর্ষ। তবে দুর্ঘটনার কোনো কারণ এখনও জানা যায়নি।
ভেনেটিয়া হীরের খনিটি বতসোয়ানা ও জিম্বাবুয়ে সীমান্তের কাছকাছি অবস্থিত। দেশটির উৎপাদিত প্রায় ৪০ শতাংশ হীরা এখন থেকেই পাওয়া যায়।