সরকারি সফরে গিয়ে প্রধানমন্ত্রী অন্য প্রতীকে ভোট দিতে নিষেধ করলে ইসি হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচনের আগে ভোটের পরিবেশ ও ইসির ভূমিকা নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় তিনি বলেন, সরকারি সফরে ভোট চাওয়ার বিষয়টি ইসি এখনও পর্যালোচনা করেনি বা কেউ তাদের নজরে আনেনি।
তিনি আরও বলেন, তফসিলের আগেও ভোটের পরিবেশ রক্ষায় কাজ করতে পারে ইসি।
সিইসি আরও জানান, তফসিলের পর কেবল নির্দিষ্ট কিছু বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। জামালপুরের সাবেক ডিসির প্রসঙ্গ টেনে সিইসি বলেন, কর্মকর্তাদের আচার-আচরণে সতর্ক থাকতে হবে।