ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রিয়াজ উদ্দিন রাজধানীর শেরেবাংলা বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের কাছে স্মারকলিপি দেওয়ায় তিনি পদত্যাগ করেন।