Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলা২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভেন্যু চূড়ান্ত

২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভেন্যু চূড়ান্ত

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক তারা।

আসরকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চূড়ান্ত হওয়া তিনটি ভেন্যু হলো ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক।

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা পাওয়ার পর ধারণা করা হয়েছিল দুটোর বেশি ভেন্যু দেওয়া হবে না যুক্তরাষ্ট্রে। কিন্তু শেষ পর্যন্ত তিনটি ভেন্যু পেল তারা।

এদিকে ২০২৪ সালের ৪ জুন শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটির। আর এর পর্দা নামবে ৩০ জুন। দুই দেশ মিলিয়ে মোট ১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো।

যেহেতু যুক্তরাষ্ট্র তিনটি ভেন্যু পেয়েছে, সে কারণে ওয়েস্ট ইন্ডিজে হবে বাকি সাতটি ভেন্যু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments