বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে দীর্ঘ নাটকের অবসান হতে চলেছে।
নিউজিল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দল ঘোষণা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ১৫ জনের স্কোয়াডে থাকছেন না সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
হাফফিট কোনো খেলোয়াড়কে দলে না নেয়ার সিদ্ধান্তে অটল টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শেষমেশ তাদের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। তাই ইনজুরি থেকে সেরে ওঠার পরও কিছুটা অস্বস্তিতে থাকার কারণে তামিম ইকবালকে বাদ দিয়েই ঘোষণা করা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড।
বিসিবি কার্যালয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সভাপতি পাপন ও নির্বাচকদের দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।