Tuesday, December 5, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকনাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৩০০

নাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৩০০

আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ এলাকায় জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ। স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক ডজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। গত সপ্তাহেই নাগোর্নো-কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে যায়। এরপর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা ওই এলাকা ছাড়তে যেতে শুরু করেছে। ইতিমধ্যে ১৩ হাজার ৩৫০ জন শরণার্থী ছিটমহলটি ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। এলাকাটিতে এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ানের বসবাস ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারবাখের প্রধান শহর স্টেপানাকার্টে গতকাল সোমবার ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরও সাতজন মারা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments