Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলারোনালদোহীন আল নাসরের গোল উৎসব

রোনালদোহীন আল নাসরের গোল উৎসব

সোমবার রাতে কিংস কাপের ম্যাচে দ্বিতীয় স্তরের ক্লাব আল ওহোদের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি খেলেননি আল নাসরের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আল নাসর ৫-১ গোলে জিতেছে।

ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। তবে বিরতির ঠিক আগেই আল ওহোদকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার কোনরাদ মিচালাক। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৬২তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেকো ফোফানা। ৭৩তম মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন অ্যান্ডারসন তালিসকা। এরপর ৮১তম মিনিটে আইমান ইয়াহিয়া ও ৮৬তম মিনিটে সামি আল-নাজির গোল করে আল নাসরের ৫-১ গোলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে কিংস কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস কাস্ত্রোর দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments