নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীকে তার এজেন্ট নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বললেন, এজন্য প্রত্যেক প্রার্থীকে এ নিয়ে সতর্ক হতে হবে এবং সচেতন ব্যক্তিকে এজেন্ট নিয়োগ করতে হবে।
সিরাজগঞ্জের তিন উপজেলা পরিষদের প্রার্থীদের সাথে শুক্রবার (৩ মে) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা আরও বলেন, উপজেলা নির্বাচনের পরিবেশ কেউ নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। ভোটের দিন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রার্থীরা যে দলেরই হোক, ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে ছাড় পাবে না। সব প্রার্থীদের কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
আইকে/বাংলাপেইজ