Sunday, June 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ‘হামলার নাটক সাজিয়েছেন হিরো আলম’

‘হামলার নাটক সাজিয়েছেন হিরো আলম’

বগুড়া প্রতিনিধি: বগুড়া আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলার শিকার হন। তার ওপর হামলার ঘটনায় বিএনপি কোনোভাবেই জড়িত নয় জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেছেন, বিএনপির নাম জড়িয়ে হামলার নাটক সাজিয়েছেন হিরো আলম।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

রেজাউল করিম বাদশা বলেন, হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। ষড়যন্ত্রকারীরা আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না।

তিনি বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এ হামলার পেছনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments