Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদউদ্ভট আচরণের’ অভিযোগে বিএম কলেজের চার শিক্ষার্থী আটক

উদ্ভট আচরণের’ অভিযোগে বিএম কলেজের চার শিক্ষার্থী আটক

বরিশাল ব্যুরো: ‘উদ্ভট আচরণের’ অভিযোগে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

জানা গেছে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করেন। এরপর আটককৃতদের সেনাবাহিনী কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হন বিএম কলেজের একাধিক শিক্ষার্থী। তাদের দাবি আটককৃত চারজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে স্থান পেয়েছিলেন, তবে ওই কমিটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments