Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদটিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার

টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার

আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে মিথ্যা বলেছিলেন কি না, সেই বিষয়ে তদন্ত হবে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই দশক আগে টিউলিপ লন্ডনের ‘কিংস ক্রস’ এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন আবদুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে। ফ্ল্যাটটির বর্তমান মূল্য ৭ লাখ পাউন্ড।

মোতালিফের সঙ্গেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। কিংস ক্রসের ফ্ল্যাটের বিষয়ে ২০২২ সালে টিউলিপ সিদ্দিক বলেছিলেন, এটি তিনি উপহার হিসেবে পাননি বরং তার বাবা-মা ওই ফ্ল্যাট তাকে কিনে দিয়েছেন। এমনকি এ ব্যাপারে বিশদ প্রশ্ন করা হলে তিনি ডেইলি মেইলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

কিন্তু লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছে যে ফ্ল্যাটটি তার খালার সাথে যুক্ত একজন আবাসন ব্যবসায়ী ‘কৃতজ্ঞতার প্রতিদান’ হিসাবে দিয়েছিল।

টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি মেইলকে বলেছেন, “তিনি (টিউলিপ) কীভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন সে সম্পর্কে আগের জানার পরিবর্তন হয়েছে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট সোমবার নিশ্চিত করেছে যে, টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসে সাত লাখ পাউন্ডের অ্যাপার্টমেন্ট সম্পর্কে সত্য বলেছেন কি না, সেই বিষয়ে মিনিস্ট্রিয়াল কোডের বিষয়ক প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা তদন্ত করতে পারেন। ব্রিটিশ সরকারের ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজর (স্ট্যান্ডার্ডস ওয়াচডগ) স্যার লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত করবেন।

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, টিউলিপের অতীতের বিবৃতি পরীক্ষা করাসহ তদন্তের পরিধি সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন স্যার লাউরি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments