Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসযুক্তরাজ‍্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য মির্জা আব্বাস,বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

যুক্তরাজ‍্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য মির্জা আব্বাস,বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ‍্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য মির্জা আব্বাস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আসার দুদিন পর তার এ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

শুক্রবার বিকাল ৩: ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৪:৫৩ মিনিটে বাহির হলে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মিছবাহু জ্জামান সোহেল,সাংগঠনিক সম্পাদক সামিম আহমেদ,যুবদল সভাপতি আব্দুর রহিম,লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তুহিন মোল্লা, আরাফাত রহমান কোকো ট্রাস্টের সদস্য ফারুক হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অভিনন্দন জানান।

এর আগে মির্জা আব্বাস শুক্রবার ৮: ৫ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রীসহ যাত্রা করেন। একই ফ্লাইটে বাংলাদেশে সংরক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ‍্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক স্ত্রীসহ লন্ডনে আসেন।তাকেও নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments