Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদদাবানলে বেড়েছে মৃত্যু, কঠোর সর্তকতা

দাবানলে বেড়েছে মৃত্যু, কঠোর সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক: ছয় দিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ঝোড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। দাবানলটি বর্তমানে ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি।

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে পুড়ে গেছে ৪০ হাজার একরের বেশি এলাকা এবং ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা ভস্মীভূত হয়েছে।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে এটন দাবানলও উল্লেখযোগ্য।

প্যালিসেইডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট, এবং আর্চারের মতো এলাকা এখনও আগুনের কবলে রয়েছে। প্যালিসেইডস দাবানলে ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়েছে। দাবানলটি এখন এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে।

দাবানলের কারণে স্কুল-কলেজগুলো বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments