Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদতুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যু ৬৬

তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যু ৬৬

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে ৬৬ জন এবং আহত হয়েছেন বহুমানুষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে বলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টে কাঠের তৈরি ১১তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বলু প্রদেশের গভর্নর আব্দুল আজিজ আইদিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ অতিথি ছিলেন। এই অগ্নিকাণ্ডে হোটেলের ছাদ এবং ওপরের তলা আগুনে পুড়ে গেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments