Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশনানা আয়োজনে বার্তা প্রবাহর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নানা আয়োজনে বার্তা প্রবাহর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দিনভর নানা আয়োজনে ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার রাজধানীর একটি হোটেলে বার্তা প্রবাহ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের ১ম পর্বে বার্তা প্রবাহ পত্রিকার সারাদেশ থেকে অংশগ্রহন করা ৬৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক নিরাপত্তা বিশ্লেষক মোঃ সালাহউদ্দিন ও ক্যামেরা পরিচালনার উপর প্রশিক্ষণ দেন বার্তা প্রবাহ ও একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন অজয় হালদার।

মধ্যাহ্ন ভোজের পর ২য় পর্বে আলোচনা ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা সহ সাংস্কৃতিক আয়োজন ও সংবাদ প্রেরণ সহ নানাভাবে বার্তা প্রবাহর কার্যক্রমে সহযোগীতার জন্য বার্তা প্রবাহ বিভিন্ন জেলা থেকে ১৫ জন সাংবাদিককে বর্ষসেরা প্রতিবেদকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক বার্তা প্রবাহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ওজাব মোঃ হাসান আলী রেজা (দোজা), বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) মোঃ শামছুল আলম, দৈনিক তথ্য সংবাদ এর যুগ্ম সম্পাদক মোঃ নূরুজ্জামান (আকাশ), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আহাদ পাটোয়ারী, বিশিষ্ট সাংবাদিক ও মহাসচিব বিটিএসএফ মোঃ আল-আমিন (শাওন)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান চৌধুরী (অব.), বার্তা প্রধান মোঃ নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ, সহকারী সম্পাদক মোঃ সুলাইমান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, রুপক চৌধুরী, সৈয়দা রোকসানা পারভীন রুবি, মহানগর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ দেশের ভিন্ন জেলা উপজেলা ও ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments