Saturday, June 14, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়আবরার ফাহাদের স্মরণে শাবিতে প্রদর্শিত হলো ‘রুম নম্বর ২০১১’

আবরার ফাহাদের স্মরণে শাবিতে প্রদর্শিত হলো ‘রুম নম্বর ২০১১’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে নির্মিত শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রদর্শিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড়পর্দায় এই শর্টফিল্মটি প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রদর্শনীর আয়োজক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ এবং যে জুলাই আন্দোলন হলো আমরা মনে করি, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ দুটোর একইসঙ্গে পতন হয়েছে। যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। যেই আন্দোলনটা শুরুই করেছিল আবরার ফাহাদ।

তিনি বলেন, আমরা মনে করি আমাদের আগামীর গণতান্ত্রিক সংগ্রাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, আর যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলছি এটা আবরাব ফাহাদেরই আত্মত্যাগ। তার যে লড়াইটা সেটি জারি রাখতে হবে। তার চেতনা আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন।

উল্লেখ, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিহত হয়েছিলেন। তিনি একই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

ফেনী নদীর পানি ভারতের উত্তোলনের বিরোধিতা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার প্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছিল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments