বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনের সাবেক এমপি, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নীরব প্রশাসনকে সরব রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসন অনেকটা স্তব্ধভাবে কাজ করছে।
কারণ বিগত সময়ে প্রশাসনের লোকজন নিজেদের চাকরি টাকায় সংসার চালায়নি বরং চালিয়েছিল ঘুষের টাকায়। কিন্তু বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে তারা রয়েছে যে না ঘুষ নিতে পারছে, না কাউকে বলতে পারছে। তাই তাদের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেন নি। এখন আর কেউ সাংবাদিকদের কলম থামাবে না। সাংবাদিকরা নির্ভয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। অন্যায়কারীর কোন দল নেই, তার পরিচয় সে অন্যায়কারী। তাই তাদের বিরুদ্ধে লিখতে হবে।
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, মানচেষ্টার বিএনপির সভাপতি আব্দুল বাছিত বকুল, বিএনপি নেতা খছরুজ্জামান জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন,
বাংলাপেইজ/এএসএম