Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদশ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজসন ইউকের ঈদ পূর্ণমিলনী ও ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজসন ইউকের ঈদ পূর্ণমিলনী ও ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লন্ডন অফিস: সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রামের তরুণ প্রজন্ম দ্বারা প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন, শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজসন ইউকের ঈদ পূর্ণমিলনী ও ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) হোয়াইটচ্যাপলে একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।সোহেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক বিহীন ব্যতিক্রমধর্মী এই সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের শুরুতে নতুন সকল সদস্যদের সাথে পরিচয় করে দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জয়নাল মিয়া, গোলাম কিবরিয়া বিলাল, আনোয়ার মিয়া, আব্দুর রব, বেলাল মিয়া, কুতুব উদ্দিন, মুহিব মিয়া, শিবুল মিয়া, আছকর উদ্দিন( দুলু) বাবরু মিয়া, এম এ এমলাক হক, জাহেদ আহমেদ, মইনুল ইসলাম, আলী আসকরসহ সংগঠনের সদস্যবৃন্দ। সভায় সংগঠনের সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগামী দুই বৎসরের জন্য নতুন কার্যকরী বোর্ড গঠন করা হয়।

নতুন বোর্ডের মনোনীত সদস্য হলেন এম এ এমলাক হক, আছকর উদ্দিন (দুলু), বেলাল মিয়া, সোহেল মিয়া, বেলাল উদ্দিন (মিঠু) , মাহবুব হোসেন, পাবেল রব্বানী (ইমরান) , মতিউর রহমান (মিজান), সুহেবুর রহমান, রুবেল হোসেন, গফুর মিয়া। প্রাক্তন কোষাধ্যক্ষ বেলাল মিয়া গত দুই বছরে অর্থিক রির্পোট পেশ করেন। নতুন বোর্ড মেম্বাররা আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা। অনুষ্ঠান শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটেন সদস্যরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments