Saturday, November 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথের লামাকাজীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

বিশ্বনাথের লামাকাজীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন


বিশ্বনাথ প্রতিনিধি::
আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে লামাকাজী বাজারস্থ আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ‘নৌকা’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয়ে নিশ্চিত হবে অবহেলিত বঞ্চিত লামাকাজী ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন। প্রধান বক্তার বক্তব্য দেন লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন তাহলে ‘আমি সরকারি দলের লোক নই, উন্নয়ন করতে পারব না’ অন্তত পক্ষে এসব কথা বলব না। আর আপনাদেরকেও উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। কারণ প্রতি বছর সরকার থেকে যে বরাদ্ধ আসবে, তা সততার ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করা হবে। সেটি বাস্তবায়ন করা হলে লামাকাজী ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির, কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আফতাব উদ্দিন মাষ্টার, আওয়ামী লীগ নেতা অতুল দেব, শামসুল হক মোল্লা, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি প্রদীপ কুমার দেব, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আহমদ, প্রবাসী নিজাম উদ্দিন, সংগঠক লুৎফুর রহমান বাবুল, নজরুল মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments