বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথে নবনির্মিত রূহানী মসজিদে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে। আজ ১৫ই মার্চ ২০২২ ইং রোজ মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের অন্তর্ভুক্ত বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংলগ্ন আতাপুরে নবনির্মিত রূহানী মসজিদে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি (অর্থ সম্পাদক) মামুন আহমদ মসজিদের মোতাওয়াল্লী উপজেলার এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা হরমুজ আলীর নিকট প্রদেয় নির্মাণ সামগ্রীর মেমো হস্তান্তর করেন। মসজিদে প্রদেয় নির্মাণ সামগ্রী প্রদান করায় মসজিদ কমিটির মোতাওয়াল্লী মাওলানা হরমুজ আলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ডরসেটের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরের কৃতিসন্তান, দানবীর আহমেদ সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাদের এই দান যেন আল্লাহ কবুল করেন এমনটাই কামনা করেছেন।