বিশ্বনাথ প্রতিনিধি::
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে নয়টি গ্রামের ৩শত কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র নেতৃবৃন্দ। শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা, কৃপাখালী, কামালপুর, শেখেরগাঁও, শিমুলতলা, টেক-কামালপুর, অলংকারী, পশ্চিম অলংকারী ও পৌদনাপুর গ্রামের মুসলিম ৩শত দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেকে নগদ ১হাজার টাকা বিতরণ করা হয়। ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য ও পৌরসভার সহায়ক কমিটির সদস্য রাজুক মিয়া রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী এমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরব্বী হাজী মখলিছ মিয়া, আলকাছ মিয়া, অলংকারী-পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আজিজুর রহমান, সমাজসেবক শামছু মিয়া লালা, পোলেন্ট প্রবাসী লোকমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, মুরব্বী তছির আলী, ছুরত আলী, ব্যবসায়ী নুরুল ইসলাম, আব্দুল বারি, ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য নোমান আহমদ, মোস্তাক আহমদ রিজন, সংগঠক সৈয়দ জুয়েল আহমদ, পবিত্র সরকারসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।