লন্ডন অফিস: লাভ বাংলাদেশের সাথে মেয়র আরিফুল হক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। লাভ বাংলাদেশের অন্যতম ফাউন্ডার ও বিশিষ্ট ব্যবসায়ী আয়ান্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল শহিদের সার্বিক তত্ত্বাবধানে গত ৩মে শনিরার রাত ১১ টায় পূর্ব লন্ডনের রমফোর্ড রোডের আয়ান রেস্টুরেন্ট হলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন কারি ওবায়দুল্লাহ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এসময় মেয়র মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টে প্রবাসীদের অবদান তুলে ধরে আগামী দিনে যে কোন সমস্যায় দেশের জন্য কাজ করার আহবান জানান। তিনি সিলেটের মানুষেক দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে সাধ্য মতো চেস্টা করবেন বলে জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ,উপদেস্টা আব্দুল বারী, বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, লাভ বাংলাদেশের ফাউন্ডার এম এ সালাম, পাভেল চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ড, মুজিবুর রহমান মুজিবুর ও সেলিম আহমদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, ফাউন্ডার লাভ বাংলাদেশের নিমা’তা তসবির চৌধুরী শিমুল, জুয়েল চৌধুরী, ফখরুল ইসলাম বাদল,অন্যতম প্রতিষ্ঠাতা দিপু জায়গিরদার, আব্দুল মোতালিব লিটন, মফজ্জুল আলী মদরীছ, ফয়ছল আহমদ আকন্দ, আহ্দুল রকিব চৌধুরী, সায়েফ আহমেদ সুইট, জাহাঙ্গীর হোসেন, মুকিত আহমদ, কিশোয়ার চৌধুরি তামিম, আব্দুল আহাদ,মোহাম্মেদ ফুলন মিয়া, আব্দুল আযিজ, সায়েদা নাসিমা, নাহিয়ান জায়গিরদার প্রমূখ।
বাংলাপেইজ/এএসএম