Tuesday, May 14, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদআগামী ৫ মার্চ বিসিএ’র দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে অলি- মিঠু-টিপু প্যানেলের পরিচিতি...

আগামী ৫ মার্চ বিসিএ’র দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে অলি- মিঠু-টিপু প্যানেলের পরিচিতি ও ইশতেহার ঘোষণা

লন্ডন অফিস:বর্ণাট্য আয়োজনে কারি শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএর কারি এওয়ার্ড শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। এর রেশ কাটতে না কাটতে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে, আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে এ নির্বাচন। যুক্তরাজ্যে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি এই সংগঠনের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে। গত ২১ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে সাফরণ প্যানেল এর আনুষ্ঠানিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শতাধিক ক্যাটারার্স ও ৪শতাধিক অতিথিদের উপস্থিতিতে সাফরন প্যানেল তাদের প্রধান চারটি পদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারা হলেন- প্রেসিডেন্ট পদপ্রার্থী-বিসিএর সাবেক সেক্রেটারী জেনারেল অলি খান এমবিই, সেক্রেটারী জেনারেল পদে- বিসিএর বর্তমান সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার পদে- বিসিএ’র ইস্ট মিডল্যান্ড রিজওনের প্রেসিডেন্ট টিপু রহমান এবং অর্গানাইজিং সেক্রেটারী পদে বিসিএর বর্তমান প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু। ক্যাম্পেইন ম্যানেজার এ এস এম বাবলা, বিসিএর চীফ ট্রেজারার কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু ও ইসতিয়াক হোসেন দুদুর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য ও সাফরণ প্যালেন ইশতেহার পাঠ করেন- প্যানেলের সিনিয়র উপদেষ্টা, বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব।

তিনি ‘এক্সেল এন্ড সাকসিড‘- শ্লোগাণে অলি-মিঠু-টিপু প্যানেল এর চব্বিশ দফা অঙ্গীকার তুলে ধরেন। প্যানেলের সিনিয়র উপদেষ্টা কামাল ইয়াকুব পরে সাফরণ প্যানেল এর প্রেসিডেন্ট পদপ্রার্থী অলি খান এমবিই,সেক্রেটারী পদপ্রার্থী মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার পদপ্রার্থী টিপু রহমান, অর্গানাইজিং সেক্রেটারী পদপ্রার্থী ফরহাদ হোসেন টিপু, ক্যাম্পেইন ম্যানেজার এ এস এম বাবলাকে নিয়ে প্রকাশিত ইশতেশার ও ওয়েভ সাইট ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন । এসময় অলি-মিঠু-টিপু প্যানেলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- বিসিএ’র সাবেক অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ ফজল উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments